নিউজ ডেস্ক : মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠের মতো নির্বাচনেও তাকে ‘ছক্কা মেরে দিতে’ বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাকিব প্রসঙ্গে তাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আমাদের একটা রত্ন আছে। তাকে এবার নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে। সে হলো সাকিব আল হাসান। তাকে মাগুরা-১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী করা হয়েছে। সাকিব আল হাসান বক্তব্য দিতে না পারলেও সমস্যা নেই। সে আমাদের ক্রিকেটের রত্ন, খেলার মাঠে ছক্কা আর বল করে আউট করতে পারলেই হবে। এবার শুধু নৌকা মার্কায় জয়লাভ করে ভোটের মাঠেও ছক্কা মেরে দিও।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া সময় তিনি এসব কথা বলেন।
উক্ত জনসভায় বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ি-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের নৌকার প্রার্থী ঝিল্লুল হাকিমকে পরিচয় করিয়ে দেন।
ভোটারদের উদ্দেশ্যে সরকারপ্রধান আরও বলেন, নৌকায় ভোট দিবেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্যই আজকের নির্বাচন। কাজেই এই নির্বাচনে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আপনার ভোট আপনি রক্ষা করবেন আর অগ্নিসন্ত্রাসী, জঙ্গিবাদী বিএনপি-জামায়াতকে উপযুক্ত জবাব দেবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভায় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএইচআর/নিজিস্ব প্রতিবেদক/তিতাস টাইমস২৪





0 মন্তব্যসমূহ